sliderবিনোদন

আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন নুসরাত

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের বহু এলাকা। গতকাল বৃহস্পতিবার বসিরহাটের আম্পান বিধ্বস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বসিরহাট এলাকার সাংসদ ও বাংলা ছবির নায়িকা নুসরাত জাহান।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিঙ্গলগঞ্জের বিভিন্ন অঞ্চলে হেঁটে ঘুরে দেখেন নুসরাত জাহান। আবার কিছু জলমগ্ন এলাকা লঞ্চে চড়েও ঘুরে দেখেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। প্রথমে তিনি হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে যান, সেখানে বিডিও, বিধায়ক দেবেশ মণ্ডল ও অন্য জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। তারপর আম্পানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান।
সন্দেশখালিতে নৌকায় চড়ে যওয়ার সময় নদীর মধ্যে আরো একটি নৌকায় থাকা বন্যাকবলিত মানুষের সঙ্গেও কথা বলেন নুসরাত।
সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ছাড়াও নৌকায় করে ন্যাজাট, ধামাখালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নুসরাত জাহান। নদীতে নৌকায় করে যাওয়ার সময় বন্যাকবলিত বিভিন্ন জায়গায় গিয়ে ছোট ছেলেমেয়ের হাতে খাবার তুলে দেন অভিনেত্রী। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button