sliderআন্তর্জাতিক সংবাদ
আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে হুমকি বাড়ছে:উদ্বেগ কৌশলীদের

মার্কিন বিচার বিভাগ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গোটা আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে হুমকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ স্থানীয় সরকারি কৌশলীরা।
মার্কিন আইন বিভাগ বলেছে, ক্যালিফোর্নিয়া এবং কলারোডোসহ ১১টি অঙ্গরাজ্যের প্রবীণ কৌশলীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেছেন, দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে হুমকি বাড়ছে।
ব্রাসেলস, প্যারিস এবং সান বারনাডিনোতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মুসলমান, আরব, শিখ এবং দক্ষিণ এশিয় মার্কিনীদের বিরুদ্ধে হুমকি বাড়ছে বলে জানান তারা। গোটা আমেরিকার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং কম্যুনিটি নেতাদের মধ্যে এ প্রতিকারের বিষয়ে আলোচনা করার আহ্বানও জানিয়েছেন তারা।
এদিকে, মার্কিন এটর্নি জেনারেল লোরেতা লিনস বলেছেন, অসহিষ্ণুতার কোনো স্থান আমেরিকায় নেই। রেডিও তেহরান