আসন্ন ইংল্যান্ড সফরের আগে বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে ভালো আচরণ করতে এবং টিম ম্যানেজমেন্টের প্রতিটি নির্দেশনা, দুর্নিতী বিরোধী নিয়ম ও নিরাপত্তা ম্যানেজারের কথামত চলতে আমিরকে পরামর্শ দিয়েছেন পিসিবি কর্মকর্তারা।
পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, স্পট ফিক্সিং করে ইতোপূর্বে নিষিদ্ধ হওয়া আমিরের যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত হওয়ার পর চেয়ারম্যান শাহরিয়ার খান, নাজাম শেঠি এবং অপরারেটিং অফিসার সুবহান আহমেদ লাহোরে এ তরুণ তারকার সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, ‘বৈঠকে আমিরকে টিম ম্যানেজমেন্টের সকল প্রকার নির্দেশনা মেনে চলতে, ইংল্যান্ডে দুর্নীতি বিরোধী ইউনিট ও সিকিউরিটি ম্যানেজার এবং টিম ম্যানেজারের অনুমতি ছাড়া গণমাধ্যমকে পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।’
‘যেহেতু কারো হাতে দর্শকের নিয়ন্ত্রণ থাকে না তাই আমিরকে সফরকালে খারাপ অবস্থা মোকাবেলার জন্য মানসিকভাবে তৈরি থাকতে বলা হয়েছে এবং তাকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে।’
পাকিস্তান দলের ২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং করে আমির ছাড়াও তৎকালীন অধিনায়ক সালমাট বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফ ক্রিকেটে নিষিদ্ধ হন। এমনকি ইংল্যান্ডের মাটিতে জলেও খাটেন।
বাট এবং আসিফকে সফরে মেনে নেয়া হবে না জানার পর আমিরের ভিসা নিশ্চিত করার জন্য ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ইসলাবাদস্থ যুক্তরাজ্য হাই কমিশনকে বিভিন্ন মাধ্যমে রাজি করিয়েছে পিসিবি।
ওই কর্মকর্তা আরো বলেন, এ সফরকে সামনে রেখে লাহোরের কাকুলে বুট ক্যাম্পে তার আচরণে কিছু খেলোয়াড়ের অসন্তোসের কারণেও আমিরকে বোর্ডে ডেকে আনা হয়।