আমিরকে খেপানোর ফল ভালো হবে না-কেপি

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের টেস্ট প্রত্যাবর্তন নিয়ে কম আলোচনা হয়নি। সর্বশেষ এই আলোচনায় যোগ দিয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আমিরের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। বলেছেন, আমিরকে খেপালে তার ফল ভালো হবে না।
ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক নিবন্ধে স্পট ফিক্সিংয়ে নিজের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন কেপি।
ইংল্যান্ডের খেলোয়াড় ও দর্শকদের আমিরের অতীত নিয়ে না ঘাটার পরামর্শ দিয়ে কেভিন পিটারসেন বলেন, ‘সে গতি ও দক্ষতায় আগের মতই। কথায়ও পটু। সে আপনাকে বুঝিয়ে দেবে যে সে বল হাতে নিয়েছে। ইংলিশ দর্শকদের খোচা হয়তো তাকে সহ্য করতে হবে, তবে সে পিছিয়ে যাওয়ার পাত্র নয়’।
সাবেক এই ব্যাটসম্যান লিখেছেন, ‘সমর্থকদের দুয়ো কিংবা প্রতিপক্ষের স্লেজিং তার মতো খেলোয়াড়কে দারুণ কিছু করতে আরও তাতিয়ে দেবে। সুতরাং ইংল্যান্ডের দর্শকদের তার সঙ্গে এমন কিছু করা উচিত হবে না। এই সফরে পাকিস্তাানকে সে একটি কিংবা দুটি টেস্ট জিতিয়ে দিতে পারে। সুতরাং নিজেদের সেরাটা কীভাবে দেওয়া যায়, ইংল্যান্ডের সেদিকে মনোযোগ দেওয়া উচিত’।
কেপি আরো বলেন, ‘একজন বোলার হিসেবে তার সেই ক্ষমতা আছে যে, পাঁচ বলের ব্যবধানে তিন উইকেট নিয়ে আপনাকে বোকা বানিয়ে দেবে’।
একই লেখায় পিটারসেন স্পট ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়দের আজীবনের জন্য নির্বাসিত করার পক্ষে মত দেন। তার মতে, কাউকে জীবন বাচাতে দ্বিতীয় সুযোগ দেয়া যেতে পারে, কিন্তু ক্রিকেটে নয়।