
অভিনেত্রী মৌনি রায়। ভারতীয় টিভি ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। এখন সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে মৌনির অভিনয় মন কেড়েছে ভক্তদের। আসছে ২৫ অক্টোবর মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘মেড ইন চায়না’।
কয়েকদিন আগেই কাজ থেকে একটু ছুটি নিয়ে এ অভিনেত্রী বেড়িয়ে এসেছেন থাইল্যান্ডে। আর সেখান থেকেই পোস্ট করেছেন নিজের বেশ কিছু ছবি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন মৌনি রায়। আর সেখানে অভিনেত্রী জানান, তার বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্কের কথা।
মৌনী রায় বলেন, আমার হাতেগোনা কয়েকজন বন্ধু আছে। আর নিজের অবসরটা আমি বাসায় কাটাতেই বেশি স্বাচ্ছ্যন্দবোধ করি। আমার যেহেতু কোনো রাতের সঙ্গী নেই তাই আমি একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ি।