sliderস্থানীয়

আমাদের বিদেশের সাহায্যের দিকে তাকাতে হবে না -স্বরাষ্টমন্ত্রী আসাদুজামান খান

জয়পুরহাট প্রতিনিধি : আর কোনো দিন আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না, আর কোনো দিন আমাদের বিদেশের সাহায্যের দিকে তাকাতে হবে না, আমরা পারি তা আমরা দেখিয়ে দিয়েছি, আমরা এগিয়ে নিয়ে যাবো ২০৪১ সালে আমাদের নতুন প্রজন্মরা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, যার স্বপ্ন আমরা দেখছি। বুধবার বিকেলে জয়পুরহাটে শহরের সাকির্ট হাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্টমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজামান খান এমপি এসব কথা বলেন।


রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্টমন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় মাদক ব্যাবসায়ী ও কিডনি দাতা ১শ জনকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করতে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এরআগে দুপুরে পুলিশ লাইন্স এ শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন হাইস্কুল নামকরণ ও চকবরকত পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবনের উদ্ভোধন করেন স্বরাষ্টমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজামান খান এমপি ও জাতীয় সংসদের হূইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

Related Articles

Leave a Reply

Back to top button