sliderজাতীয়শিরোনাম

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘একটা ভিডিওতে দাবি করা হয়েছে, ৩-৪ তারিখ (আগস্ট) রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলব?’

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে ‌‘স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠান । বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও লেখক রাখাল রাহা প্রমুখ।

আসিফ নজরুল বলেন, ‘৩ তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম। তারপর বাসায় গিয়েছি। তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন, তিনি ফুলার রোডে ১৯ নম্বর বাসায় থাকেন, তার বাসায় রাতে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে। ৪ তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখেছেন, আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে। আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই। এখন আপনারা বলেন, সবকিছুর তো একটা সীমা আছে?’

এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা। মানুষ কি প্রতিবাদ করে বলবে, ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন? আমাকে অনেকেই বলেন, ভাই এটা একটু ক্লিয়ার করেন। কী ক্লিয়ার করব? সবকিছুর তো একটা সীমা আছে!’

ইলিয়াস হোসেনকে উদ্দেশ করে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবির তো একটা সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে। কার ক্ষেত্রে হচ্ছে না?’

‘আপনি কার পারপাস সার্ভ করছেন?’ এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, ‘আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব। এত মানুষের স্যাক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কী? আমি সব সময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা- গণহত্যার বিচার, আহত-নিহতের পরিবারের পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না। বাংলাদেশের তরুণরা ভোট দেয় না।’

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‌‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের আন্দোলনে অংশ নেওয়া নিজেকে রাজপথের সৈনিক হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের নির্মম গণহত্যার ফুটেজগুলো দেখার পরে এখনো গা শিউরে ওঠে। আবু সাঈদ, মুগ্ধ, রাফসানদের অবদান আমরা ভুলতে পারবো না। আমরা তাদের কাছে অনেক ঋণী। আত্মবলিদান দেওয়া শহীদদের প্রত্যাশা আমরা কতটা পূরণ করতে পারছি সেটাই ভাবার বিষয়।

তিনি আরও বলেন, ৭১ এর পর রক্ষীবাহিনী গঠন করে ওই সময়কার ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করে এবং দেশে দুর্ভিক্ষ শুরু হয়। আর গত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা গোটা দেশটাকে খুনের রাজ্যে এক অন্ধকার নরকে পরিণত করেছিল। শেখ হাসিনার ১৫ বছরের লুটপাট, জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদী আচরণ করেছে তাতে গোটা দেশ এক ভয়ঙ্কর বিভীষিকায় পরিণত হয়। ১৫ বছরে শেখ হাসিনা যা করেছে সেসব ভুলে গিয়ে যখন স্বৈরাচারের দোসররা বলে আগে ভালো ছিলাম তখন খুব কষ্ট পাই। তারা কি ভুলে গেছে জুলুম, নির্যাতনের কথা?

আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, পত্রিকাগুলো প্রথম দিকে সাহস দেখাতে পারেনি কিন্তু ক্রুশিয়াল টাইমে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। একটা ভুয়া ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে ৩ আগস্ট আমি নাকি ক্যান্টনমেন্টে ছিলাম আর ভারতীয় দালালদের সঙ্গে গোপন বৈঠক করেছিলাম এসব দেখে আমি অবাক হলাম। মিথ্যা বলারও একটা সীমা থাকা দরকার। আন্দোলনকে নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদের দোসররা অনেক ষড়যন্ত্র করেছিল। তার একটা অংশ ব্যক্তিগত চরিত্র হরণ করা।

শেখ হাসিনার লুটপাটের কথা উল্লেখ করে তিনি বলেন, এদেশকে লুট করা ফ্যাসিস্ট খুনি মহিলা যখন বলে তার বোন তাকে বলে দেশের ১৮ কোটি মানুষকে খাওয়াচ্ছো রোহিঙ্গাদের খাওয়াতে পারবে না? তখন আসলে এই মিথ্যাবাদীকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের লুটপাট ও দুর্নীতির বিচার করতে হবে। সেটা দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিবে। কিন্তু কথা হচ্ছে, যেই দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেই কমিশনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি কমিশন। আওয়ামী দুর্নীতিবাজদের বিচার করতে হলে আগে দুদকের সংস্কার করতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনেও পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে অস্ত্র নিয়ে ছাত্র ও তাদের অভিভাবকদের উপর ঝাঁপিয়ে পড়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button