sliderস্থানীয়

আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা –আমির হোসেন আমু এমপি

ঝালকাঠি প্রতিনিধি : সরকার যে ভাবে দেশের উন্নয়ন করছে, তা দেখে একটি মহল সহ্য করতে পরছেনা। তাই তারা আবোল তাবোল বলছে। আমাদের সরকারের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা। ঝালকাঠি জেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডরীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। তিনি আরো বলেন, নবীজির রওযায় গিয়ে আমি সরকার, দেশ ও ঝালকাঠিবাসীর জন্য দোয়া করেছি। এ দেশের প্রধানমন্ত্রীর প্রতি রহমত রয়েছে। তাই তিনি উন্নয়নে বিশ্ব দরবারে নাম করেছে।
বৃহস্পতিবার ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আওয়ামীলীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা শাখা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম। ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। জেলা আওয়ামীলীগের ইফতার অনুষ্ঠানে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সকল ইউনিয়ন এবং দুটি পৌরসভার সকল ওয়ার্ড থেকে চার হাজার দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ গ্রহন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button