
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ ঘণ্টারও বেশি সময় আলোচনা করেছি। আমাদের দাবি তুলে ধরেছি। তিনি (শেখ হাসিনা ) লম্বা বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা কোনও সমাধান পাইনি।’
বৃহস্পতিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপ শেষে বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল হোসেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সন্তুষ্ট নই, আগেই বলেছি। ঐক্যফ্রন্টের দেয়া কর্মসূচি চলবে। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দাবি জানিয়েছি। এ ব্যাপারে কোনো সদুত্তর পাইনি।’
আসম আব্দুর রব বলেন, আমাদের ৭ দফার আন্দোলন চলবে।
গনফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আজকের সংলাপে ড. কামাল হোসেন সুচনা বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিএনপি মহাসচিব ৭ দফা দাবি উত্থাপন করেন’।
ষয়েও তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হবে।