sliderশিক্ষাশিরোনাম

আবাসন সংকট : গণরুম ছেড়ে উপাচার্যের বাসায় উঠতে গেলেন ঢাবি শিক্ষার্থীরা

গণরুম ছেড়ে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসায় উঠতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে উঠতে গেলেন গণরুমের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কবি জসীমউদ্দীন হলের গণরুমের প্রায় ২০ জন শিক্ষার্থীকে নিয়ে উপাচার্যের বাসায় উঠতে যান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত। তবে উপাচার্যের বাসভবনের গেটের সামনে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের বাধায় পড়েন। পরে উপাচার্যের বাসার মূল ফটকের সামনে অবস্থান নেন তারা।
গণরুম বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র ও ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, উপাচার্য আমাদের সর্বোচ্চ অভিভাবক। গণরুমের বঞ্চনা সহ্য করতে না পেরে আমরা উপাচার্যের বাসায় উঠতে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্য আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। তাই বাধ্য হয়ে তার বাসভবনের সামনেই অবস্থান নিয়েছি।
শিক্ষার্থীরা গণরুমে থাকা তাদের শয্যাপত্র (বালিশ, তোষক) নিয়ে অবস্থান নিয়ে গণরুম বন্ধ ও বৈধ সিটের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিচ্ছেন। তারা গণরুম সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।
‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায় ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালোমাছি’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গণরুম সমস্যা সমাধান ও নবীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভর্তির দাবিতে এক ছাত্রসমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিলের তানভীর হাসান।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button