‘এক থা টাইগার’ ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন সলমন-ক্যাটরিনা খুব শিঘ্রই আসতে চলেছে ‘এক থা টাইগার’-এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’৷ সম্প্রতি যশ রাজ ছবির পক্ষ থেকে ট্যুইটারে পোষ্ট করা হয় ছবির পোস্টার ৷ এ আগে একসঙ্গে দুবাই বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন এই জুটি৷ আর এবার আলি আব্বাস জাফরের ‘এক থা টাইগার’ ছবির সিকোয়েলে ফের দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে!
‘এক থা টাইগার’ ছবির ক্লাইম্যাক্সে দেখা গিয়েছিল, সলমন ও ক্যাটরিনা নিজের এজেন্সি ছেড়ে পৃথিবীর কোনও একটি কোণায় সংসার করছেন ৷ আর সিকোয়েলটি শুরু হবে এই পর্যায় থেকেই ৷
আলি আব্বাস জাফরের ছবি ‘সুলতান’ বক্স অফিসে ঝড় তুলেছে ইতিমধ্যেই ৷ দু’সপ্তাহের মধ্যেই ‘সুলতান’ এন্ট্রি নিয়েছে তিনশো কোটির ক্লাবে ৷ তাই বলিউডের সুলতানকে নিয়ে ফের ছবি তৈরি করতে কোমর বাঁধছেন আলি আব্বাস৷
আপাতত সলমন ব্যস্ত কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে ৷ আর ক্যাটরিনা ব্যস্ত ‘বার বার দেখো’র প্রোমোশনে ! তাই চলতি বছরের শেষ দিক থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং ৷