sliderরাজনীতিশিরোনাম

আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

পতাকা ডেস্ক : আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
আজ সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস হিসেবে পালন করে বিএনপি। কিন্তু এ বছর সরকারের বর্তমান সহিংসতার কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। এদিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সিপাহী জনতার বিপ্লবের নায়ক জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। এরপর গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা করে দলটি।

Related Articles

Leave a Reply

Back to top button