sliderখেলা

আপাতত পূরণ হচ্ছে না কোহলিদের আবদার

বিদেশ সফরের পুরো সময় খেলোয়াড়দের সঙ্গে যেন থাকতে পারেন তাঁদের স্ত্রীরা—এমন আবদার করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোহলির এমন অনুরোধ নিয়ে দ্রুতই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ)। সিওএর এক সূত্র জানিয়েছে এ তথ্য।
বিষয়টি সামনে তুলে ধরেছে একটি নিউজ এজেন্সি (এএনআই)। ওই সংস্থাটি জানায়, সিওএর সূত্র এক টুইট বার্তায় লিখেছে, ‘হ্যাঁ, কোহলি অনুরোধ করেছেন। তবে আমরা দ্রুতই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বলে দিয়েছি, বিষয়টি দেখবেন নতুন অফিস সহকারীরা। এ মুহূর্তে আইনে কোনো পরিবর্তন আসছে না।’
চলতি বছরের শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই) ঘোষণা করে, বিদেশ সফরের সময় ক্রিকেটাররা চাইলে দুই সপ্তাহের জন্য সঙ্গে রাখতে পারবে স্ত্রী ও বান্ধবীদের। এরপরই কোহলির আবদার করেন, দুই সপ্তাহের জন্য নয়, বিদেশ সফরের পুরো সময় স্ত্রীদের সঙ্গে রাখতে চান খেলোয়াড়রা।
বর্তমানে ভারতের ব্যস্ততা উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ ঘিরে। ক্যারিবীয়দের সঙ্গে টেস্ট, ওয়ানডে এবং টি২০ সিরিজ খেলার পর অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। ওই সফর শুরু হবে চলতি বছরের ২১ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button