sliderখেলাশিরোনাম

আন্দোলনে নিহত রিকশাচালককে পুরস্কার উৎসর্গ করলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজের দুই ম্যাচেই ব্যাটে-বলে অবদান রেখে সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই পুরষ্কার গত মাসে বাংলাদেশে হওয়া বৈষম্য বিরোধি আন্দোলনে নিহত রিকশাচালককে উৎসর্গ করেছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৫৫ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নেন মিরাজ।

ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে প্রশ্নোত্তর শেষে নিহত রিকশাচালকের পরিচালকের পরিবারকে পুরস্কারের অর্থ দেওয়ার ঘোষণা দেন মিরাজ। তিনি বলেন, ‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়ে ভালো লাগছে। আমাদের দেশে গত কিছু দিন ধরে সমস্যা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সেখানে একজন রিকশাচালক মারা গেছেন। আমি তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি।’

Related Articles

Leave a Reply

Back to top button