sliderস্থানীয়

আন্দোলনকারীদের চিকিৎসা নিয়ে গণস্বাস্থ্যের বিরুদ্ধে অপপ্রচার : প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়া সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় টাকা নেয়ার অভিযোগ তুলেছেন অনেকেই। এ দাবিকে মিথ্যা অপপ্রচার দাবি করে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী ও কর্মীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও কর্মীরা এসময় জানায়, একটি কুচক্রী মহল গণস্বাস্থ্য কেন্দ্রের সুনাম নষ্ট করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের হাসপাতালে আসতে বাঁধা ও ভর্তি রোগীদের কাছ থেকে আর্থিক সুবিধার বিনিময়ে চিকিৎসা দেয়ার অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদে আজকের এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: গোলাম রহমান শাহজাহান বলেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে রোগী বা ছাত্র যারা এসেছেন প্রত্যেককে সেবা দেয়া হয়েছে। তাদের আমরা শুরু থেকেই ফ্রি চিকিৎসা দিয়ে আসছিলাম। শেষ পর্যন্ত আহত রোগীদের আমরা চিকিৎসা দিয়েছি। একটি কুচক্রী মহল বলছে, এখানে কোনো চিকিৎসা দেয়া হয়নি, বাঁধা দেয়া হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকটা রোগীর লিস্ট রয়েছে, তাদের কি ফলোআপ দেয়া হয়েছে তা আছে, কতজন মারা গিয়েছেন, কতজন চিকিৎসা নিয়েছেন, কতজনকে রেফার করা হয়েছে প্রত্যেকটা ডাটা আমাদের কাছে আছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই কোটা বিরোধী আন্দোলনে যারা এসেছেন আমরা আমাদের সাধ্যমতো তাদের চিকিৎসা সেবা দিয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button