slider

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে সংলাপ ও মানববন্ধন পালিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: আজ সকালে মানিকগঞ্জে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বাল্য বিবাহ ও বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সংলাপ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পৃথক একটি সেশনে কন্যা শিশুদের তিনটি গ্রুপে গুরুত্বপূর্ণ বিষয় (বাল্য বিবাহ, যৌন হয়রানি ও দুর্যোগ প্রশমন) বিষয়ে অংশগ্রহণমূলক সংলাপ অনুষ্ঠিত হয়।

গার্ল টক আলোচনায় এ বছর বিশেষভাবে তরুণ জলবায়ু কর্মীদের ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়, যারা দেশের বিভিন্ন স্থানে শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এসময় অংশীদারদের কন্যা শিশুদের গুরুত্ব দেওয়ার প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয় এবং পাশাপাশি তাদের শিক্ষা, নিরাপত্তা এবং বাল্যবিবাহ মুক্ত ভবিষ্যতের অধিকার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে জোর প্রদান করা
সংলাপ ও মানববন্ধনে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো: আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন কিশোরী এশামনি আক্তার।

আলোচনায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকসা বাহার মার্জিয়া ও মাসুম বিল্লাহ। শিক্ষার্থী এশামনি, জান্নাত আক্তার, ঝর্না আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।
প্রত্যেকেই সচেতনভাবে বাল্য বিবাহ,যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button