মিলন মাহমুদ,সিংগাইর(মানিকগঞ্জ) সংবাদদাতা:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন “গোল্ডেন টাচ সংসদ” কর্তৃক আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃউপজেলা শহীদ আব্দুল কাদের স্মৃতি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার(২৯ জানুয়ারি) মাধ্যমিকে ১ জনকে ট্যালেন্টপুল ও ৫ জনকে সাধারণ গ্রেডে এবং প্রাথমিকে ৮ জনকে ট্যালেন্টপুল ও ১২ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদানের জন্য ফলাফল ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় সিংগাইর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ত্রিশটি বিদ্যালয়ের প্রায় ১৫০ জন পরীক্ষার্থী এবং প্রাথমিক পর্যায়ের সত্তরটি বিদ্যালয়ের প্রায় ৪ শত ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গোল্ডেন টাচ সংসদের সভাপতি মোঃ মিজানুর রহমান মিরু বলেন- শিক্ষা সহায়তার পাশাপাশি খেলাধুলা, সামাজিক কার্যক্রম, সংস্কৃতিসহ বিভিন্ন কর্মকান্ডে সংগঠনটি বিশ বছর যাবৎ কাজ করে যাচ্ছে । আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ।