
হেদায়তুল নয়ন আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে একটি বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয় নগর থানার ফতেপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে নাজমুল মিয়া (৩৫)। শনিবার(৪ফেব্রুয়ারি) দুপুরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁ গামী নওগাঁ ট্রাভেলস নামের একটি বাসে মাদক বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব ঢাকা রোড় নামক স্থানে বাসটি তল্লাশি করে ওই যাত্রীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে কাপড় দ্বারা মোড়ানো শুকনো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় হাজির করলে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পর জেল হাজতে পেরন করা হয়েছে।