sliderস্থানীয়

আদমদীঘিতে সালিশে ডেকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার-৩

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সালিশের নামে ডেকে নিয়ে কুপিয়ে আমিনুল ইসলাম (৪০) কে হত্যা মামলায় দুই সহদর সহ তিন জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘির লক্ষীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসলাম কবিরাজ, আবু বক্কর ও আফজাল হোসেনের ছেলে ওয়াহেদ ওরফে সেদ্দা।গত বৃহস্পদিবার ২৩ মাচর্ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, আদমদীঘির নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে শাহিন হোসেন ও তহিদুল ইসলাম বনাম সেজদা ও আমিনুল ইসলাম নামের দুটি বিবাদমান দল রয়েছে। তাদের মধ্যে মসজিদের টাকা, গভীর নলকুপ মালিকানা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ২০ বছর যাবত বিরোধ, মারধর ও মামলা পাল্টা মামলা ঘটনা ঘটে আসছে। এনিয়ে ওই গ্রামে প্রায় মারধর হুমকি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা অহরহ ঘটে। গত বুধবার ২২ মার্চ দিবাগত রাতে শাহিন হোসেন ও তার লোকজন বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলামকে ক্লাব ঘরে সালিশ বৈঠকের কথা বলে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও টাকা ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল ইসলামকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীন সহ ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার এসআই কাওছার আলী জানায়, আমিনুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button