
হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে দুই মাদকসেবিকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার আনন্দ নগর এলাকার মনছুর আলীর ছেলে আমিনুর ইসলাম (২৮) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারসুন এলাকার মৃত মহন্তের ছেলে শ্রী নয়ন (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বগুড়া)সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযান চলাকালে গাঁজা সেবনের সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পূর্ব ঢাকা রোড সংলগ্ন এলাকায় নুরুলের চাতাল থেকে দুই মাদকসেবিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।