sliderস্থানীয়

আদমদীঘিতে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে দুই লাখ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে আমিনুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে৷ আমিনুল ওই গ্রামের দক্ষিণপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেল নাজরান রউফ।

পুলিশের এ কর্মকর্তা জানান, নিহত আমিনুল স্থানীয়ভাবে এক সংঘবদ্ধ চক্রের সদস্য। লক্ষ্মীপুর গ্রামে শাহীনের নেতৃত্বে এই চক্রের ২০ থেকে ২৫ জন সদস্য কাজ করেন। তারা সবাই স্থানীয়ভাবে জমি কেনাবেচাসহ নানরকম বিচার সালিসে তদবিরে কাজ করতেন। সম্প্রতি এক জমি কেনাবেচা নিয়ে এই চক্রের হাতে ২লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহিনের কাছেই ছিল। এই টাকার ভাগাভাগি নিয়ে বুধবার রাতে লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। ওই মিটিংয়ে আমিনুলের সাথে শাহিনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে বৈঠক শেষেই শাহিন তার সহযোগী তহিদুল, ইসলাম কবিরাজ, আরিফ, বাবু ও মজিদসহ প্রায় ২০ থেকে ২৫ জনকে নিয়ে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে রাত থেকেই অভিযান চলছে। ঘটনাস্থলে পরিবেশ শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়ন করা রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button