
আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চোরাই ইজিবাইক উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার ৩১ শে জানুয়ারি বিকেলে আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃতরা হলো, উপজেলার শীতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও মানিকের ছেলে আসাদুল (২১)।
পুলিশ জানায়, আদমদীঘির কোমারভোগ গ্রামের বাবর আলীর ছেলে অটোচাজার চালক আব্দুর রউফ প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারী সকাল ১১ টার সময় অটো চার্জার গাড়িটি নিয়া কর্মের উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া আদমদীঘি বাজার থেকে কোমারভোগ ভাড়া মারিয়া রাত্রী সাড়ে ৮ টার সময় আদমদীঘি বাসষ্ট্যান্ডে গাড়িটি রাখিয়া পাউরুটি ক্রয়ের জন্য দোকানে যায়। পাউরুটি ক্রয় করিয়া উক্ত স্থানে আসিয়া দেখি তার চার্জার গাড়িটি নাই। তখন সে ডাক চিৎকার করিলে লোকজন ” আগাইয়া আসে এবং বলে যে এই মাত্র ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অটো চার্জার গাড়ি নিয়া মুরইলের দিকে যাইতে দেখিয়াছে। তখন চালক সহ স্থানীয় লোকজন দ্রুত মুরইলের দিকে যাইতে থাকে এবং মুরাইল বাজারের গোস্তহাটির সামনে যাওয়া মাত্রই ৪/৫ জন ব্যক্তি অটো চার্জার গাড়ী হতে লাফ দিয়া পালাইয়া যাওয়ার চেষ্টাকালে উপরোক্ত দুই জন ব্যক্তিকে আটক করা হয়।
এসময় অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পালাইয়া যায়। এঘটনায় অটোচাজারের মালিক বাদী হয়ে থানায মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা মামলা দায়ের ও আসামীদের গ্রেপ্তারের কথা নিশ্চত করেন।