sliderস্থানীয়

আত্রাই উন্নয়ন মেলার উদ্বোধন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

মেলা উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিজ উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান, সম্রাট হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মেলা প্রাঙ্গন অতি সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো হওয়ায় তাতে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে। মেলায় ১৩টি স্টলের মাধ্যমে উন্নয়নমুখী আ’লীগ সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড তুলেধরা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button