sliderস্থানীয়

আত্রাইয়ে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা সেবিকাদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলার ভবানীপুর শাখার উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির সিনিয়র শাখা ব্যবস্থাপক আব্দুস ছাত্তার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, শিক্ষা সুপারভাইজার সাইফুল ইসলাম।

দুই দিনব্যাপী এই কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা এবং ১ জন শিক্ষা সুপার ভাইজার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য নওগাঁ জেলায় ৩৪টি ব্রাঞ্চে ৫১০ জন শিক্ষা সেবিকা ও ৩৪ জন শিক্ষা সুপারভাইজারের সমন্বয়ে হতদরিদ্র পরিবারের শিশু শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা প্রদান করেন ।

Related Articles

Leave a Reply

Back to top button