sliderস্থানীয়

আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে–মাওলানা উবায়দুল্লাহ ফারক

আবু তালহা তোফায়েল, সিলেট: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর উদ্যোগে সিলেট শহরস্থ হোটেল পানসী ইন-এ অনুষ্ঠিত ইসলাম ও দেশ রক্ষায় যুবসমাজের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, ইসলাম মায়নাস জীবন দেশ ও জাতির জন্য ক্ষতিকর। দেশের রন্ধ্রে রন্ধ্রে বসা ছিল ইসলাম বিরোধী শক্তি। যাদের মাঝে ইসলামী তাহযিম তামুদ্দুন না থাকার কারণে দেশের সম্পদকে মালে গণিমত মনে করে লুটপাট করেছে৷ কাজেই দেশ রক্ষার জন্য নিজেদের সংশোধন অত্যন্ত জরুরি।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাও. তাফহিফুল হক। তিনি বলেন, যুবকরাই হচ্ছে দেশের প্রাণ। যে যুবকরা যুগে যুগে ইসলামের জন্য প্রাণ বিলিয়েছে সেই যুবসমাজকে অবশ্যই সচেতন হতে হবে। মনে রাখতে হবে অসচেতনতায় বিপদ ডেকে আনে। সেজন্যই নাতিপুতু মার্কা বক্তব্যের কারণে শেষমেশ দেশ ছাড়তে হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর অন্যতম উপদেষ্টা আব্দুল মুসব্বির, জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, জেলা উত্তর এর সভাপতি আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমান, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ, জেলা উত্তর জমিয়তের সহসভাপতি শায়খ মাও. আব্দুল হাই,মাওলানা কুতুব উদ্দীন,মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল,সহ সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সুহেল আহমদ, নাজিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েস,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,জমিয়তে উলামায়ে সিলেট জেলা উত্তর এর যুব বিষয়ক সম্পাদক রেজাউল করিম,মাওলানা বাহা উদ্দীন বাহার, কানাইঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আলতাফ হুসাইন, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাও. জামাল উদ্দীন, সুহেল আহমদ, হা. ফখরুল ইসলাম, খলিলুর রহমান মেম্বার,যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান,সাধারণ সম্পাদক হাফিজ মনসূর,যুব জমিয়তের সমাজ সেবা সম্পাদন মুফতী সিরাজুল ইসলাম প্রমুখ।

আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ২ঘটিকায় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাও. সালেহ আহমদ এর সভাপতিত্বে, মাও. মাসুম আল-মাহদি, মাও. আবুল হাসানাত ও ইমরান হুসাইন এর যৌথ পরিচালনায় সেমিনার শুরু হয়। সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাও. শামসীর হারুনুর রশীদ। পরিশেষে সিলেট জেলা উত্তর জমিয়তের উপদেষ্টা মাও. আব্দুল মুসব্বির এর দুআর মাধ্যম সেমিনারের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button