বিনোদন ডেস্ক : সম্প্রতি ফেইজবুক,ইউটিউব এ ব্যাপক জনপ্রিয় মডেল,অভিনেতা,উপস্থাপক হিসেবে সবার কাছেই পরিচিত মুখ লিংকন। ব্যাক্তিগত জীবনে তিনি এখনো বিয়ে করেন নি।তবে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান লিংকন কিছু প্রোগ্রামের মাধ্যমে। তার মিউজিক ভিডিও গানের মধ্যে রয়েছে মনের একলা ঘরে, ওরে প্রিয়া, আমি একদিন তোমায় না দেখিলে, দুঃখের সাথে পরকিয়া আমার,কি করে তোমায় বুঝাই,অনেক সাধনার পরে আমি। লিংকন অনেকগুলু শর্ট ফিল্ম করেছে। তার মধ্যে দর্শক জনপ্রিয়তা পায় “প্রকৃত ভালোবাসা” নামে শর্ট ফিল্মটি। লিংকন এর আরো একটি পরিচয় আছে সংগীত শিল্পী হিসেবে। সে তার একটি টেলিফিল্ম এ “হৃদয়ে জড়াই” শিরোনামে একটি গান গেয়েছিলেন নিজে। সেই গানটিও দর্শক জনপ্রিয়তা পায়। লিংকন তার নিজ প্রযোজনা, পরিচালনা ও উপস্থাপনায় লালবাগকেল্লা কে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরী করেছেলেন ২০১৭ সালে। সেটিও দর্শক ভালোভাবে গ্রহণ করেন। বাংলাদেশী এই মডেল,অভিনেতা,উপস্থাপক লিংকন কে বাংলাদেশ তথা দেশ এর বাহিরে অলরাউন্ডার হিরো হিসেবেই চেনে সবাই।
চেস্টা,দৃড় মনোবল তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন তিনি সাথে দর্শকদের ভালোবাসাও ছিল।
বাহিরে গেলেতু আপনাকে সবাই চিনে কাছে আসে, সেলফি তুলে এই বেষয়গুলু কেমন লাগে আমাদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন তাদের ভালোবাসাতেই আমি আজকের লিংকন। ভালো লাগে কারণ যখন চিন্তনা তখনতু কেউ কথা বলে নাই এখন আমি চিনি না তাদেরকে কিন্তু তারা সবাই চিনে আমাকে।
সামনে লিংকন তার নিজ প্রযোজনায় একটি সিনেমা বানাবেন বলে জানান। দর্শকদের জন্য সামনে ভালো ভালো কাজ উপহার দিবেন বাংলাদেশী এই নিউ সেনসেশান লিংকন।