নাটোর প্রতিনিধি : ত্রি-বার্ষিক সম্মেলনের দিন পুনর্বিবেচনা সহ আট দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় সংবাদ
সম্মেলন করেছে উপজেলা আওয়ামী। আজ ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সাধারণ স¤পাদক সেকেন্দার আলী জানান, আগামী ২৬ জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিন ঘোষণা করেছে জেলা আওয়ামীলীগ। সেই দিন পেছানোর জন্য বিবেচনা করার দাবী জানান। যারা নৌকার বিরোধিতা করেছে তাদের সম্মেলনে না রাখা সহ কমিটিতে কোন পদ-পদবী না দেয়া, ডেইলিগেটদের সরাসরি ভোটে নেতা নির্বাচন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এই সকল দাবি না মানলে তারা ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন না বলে সরাসরি জানিয়ে দেন।