দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবদী ছাত্র দলের সাবেক সহসভাপতি হোমনা সদরের সেলিম ইসলামকে আটক করেছে রাজধানীর পল্টন থানা পুলিশ। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান সড়ক দিয়ে যাতায়াত কালে তাঁকে আটক করে পল্টন থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই সোহান রানা। আটকের পর সেলিম ইসলামকে কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জে রাখা হয়েছে বলে জানানো হয়। আজ সোমবার তাঁর জামিন আবেদন করার কথা। এদিকে অবিলম্বে সেলিম ইসলামের বিনাশর্তে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।