
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট : আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে গোয়াইনঘাট সদরে হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের সভাপতি মুফতী আমিনুর রশিদ গোয়াইনঘাটীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাকির হুসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের সভাপতি শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালি।
তিনি বলেন, আত্মশুদ্ধির সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত ৭৭ বছর থেকে মানুষের ঈমান-আখলাক ও আত্মশুদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি খেদমতে খালক হিসেবে অতুলনীয় অবদান রাখতে সক্ষম হয়েছে অরাজনৈতিক এই সংগঠনটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ সাইফুর রহমান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা রফিক মহল্লি, খলিলুর রহমান, রফিক আহমদ, আবুল হাসানাত, মুফতি আমির উদ্দিন, শিহাব উদ্দিন, মোহাম্মদ আলী, সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।
.