sliderগণমাধ্যমশিরোনাম

আজ দেশে ফিরছেন শফিক রেহমান

পতাকা ডেস্ক: দীর্ঘ দিন পর আবারো দেশে ফিরছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক শফিক রেহমান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি। আজ রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান। দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার সাত বছরের কারাদণ্ড হয়। সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন।
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।

বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় ফিরে আসা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button