ঘিওর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ আজ ভয়াল ২২ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীর গণহত্যা দিবস । ১৯৭১ সালের এই দিনে বর্বরোচিত নারকীয় হত্যাযজ্ঞের কালের সাক্ষী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেরশ্রী স্মৃতিস্তম্ভ । পাক হানাদাররা এই দিনে বর্বরোচিত নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে উপজেলার তেরশ্রীর জমিদার ও তেরশ্রী কলেজের অধ্যক্ষসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে । তেরশ্রী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরীকে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। নিরীহ গ্রামবাসীর উপর চালানো হয় বর্বরোচিত হামলা । এ ঘটনা আমাদের স্বাধীনতা ইতিহাসের অংশ । এখানে মুক্তিকামী মানুষের জীবন দানের ইতিহাস রয়েছে । এ উপলক্ষে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল আটটায় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয় । আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি ছিলেন । ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী খন্দকার আতিকা । ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বীর মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণী পেশার লোকজন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন । আলোচনা সভা শেষে শোক র্্যালী বের হয় ।