sliderস্থানীয়

আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গ্রন্হাগার উদ্বোধন

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে, বৃক্ষরোপন কর্মসূচি এবং গ্রন্হাগার উদ্বোধন অনুষ্ঠান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষকবৃৃন্দু এবং ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভা।

মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর ভাবে পালিত হয় অনুষ্ঠানটি।

দিনব্যাপী আয়োজনের শুরু হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে।


আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুল হান্নান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক,অত্র বিদ্যালয়।
চন্দন হালদার, প্রভাষক-রসায়ন বিভাগ, তোফাজ্জল হোসেনে চৌধুরী কলেজ।
শহিদ, দাতা সদস্য,অত্র বিদ্যালয়। আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। মহিদুর রহমান মৃধা, সাবেক সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। মোল্লা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়।

আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক বহুল প্রতীক্ষিত সেই অনুষ্ঠানটি ২৫ এপ্রিল, ২০২৩ মঙ্গলবার অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান দুইটি অংশ হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিদ্যালয়ে একটি গ্রন্থাগার উদ্বোধন। এর বাইরেও বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে একটি করে হোয়াইট বোর্ড সরবরাহের ব্যবস্থা করেন। এসব পর্বের বাইরে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অংশ ছিলো।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অবিভাবকবৃন্দ ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সোমবার দিনব্যাপী বৃষরোপন জন্য মাটি গর্ত এবং গবর সার দিয়ে মাটি প্রস্তুত করে রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button