বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনী প্রচারনায় প্রতিপক্ষ প্রার্থীর দুই কর্মীকে মারধর ও মাইক ভাংচুর করায় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থী ইউছুপ নবীর তিন সমর্থককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে নির্বাচন কমিশনের ভ্রাম্যমান আদালত। ৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এই জরিমানা আদায় করেন । বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কাউন্সিলর পার্থী ইউছুপ নবীর সাথে কথা বলে জানাযায় পূর্ব নির্ধারিত উঠান বৈঠকের পাশে উচ্চ শব্দে মাইকিং করা নিয়ে কথা-কাটাকাটি হয় পরে ঘটনা স্থল থেকে সরে গিয়ে কাউন্সিলর পার্থী নুর উদ্দিনের দুই কর্মী মারধর ও প্রচার মাইক ভাংচুর করার অভিযোগ দিয়েছে । পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে অভিযুক্ত তিনজন আলাউদ্দিন মনি, এরশাদ ও লুৎফর রহমান রাজীবকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে তিন জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ২২.৮ বর্গমাইলের এই পৌর নির্বাচন আগামী ১৫ই জুন প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ০২ সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। পার্থীদের পচারনায় এখন ব্যাস্থ সময় পার করছেন পৌরবাসী। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে থাকবে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।