sliderস্থানীয়

আগাছানাশক ওষুধ ছিটিয়ে কৃষকের বীজতলা নষ্ট করল দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত্রুতা করে আগাছানাশক ওষুধ ছিটিয়ে ৪০শতাংশ জমির আমন ধানের বলান বীজতলা নষ্ট করে দিয়েছে দৃর্বৃত্তরা।
উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের নেতৃত্বাধীন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের কৃষক মেসের আলী,কৃষক ওবাইদুল, কৃষক আলম মিয়া বলেন,আমরা অন্যের জমি লীজ নিয়ে চাষবাষ করে সংসার চালাই। এবারও ৩০বিঘা জমি রোপন করার লক্ষে প্রায় ২মাস আগে ৪০শতক জমিতে আমন ধানের বলান বীজতলা তৈরী করি। এরই মধ্যে বীজতলা চারায় পরিণত হয়েছে। চারা তুলে ধান রোপনোর জন্য আমরা জমিও তৈরী করেছি।এমন সময় শত্রুতা করে দৃর্বৃত্তরা গত শনিবার দিবাগত রাতে আগাছানাশক ওষুধ ছিটিয়ে জমির সব বীজতলা নষ্ট করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা আরও জানান, তাদের কষ্টের বীজতলা নষ্ট হওয়ায়,তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। ধারদেনা করে বীজতলা তৈরি করে চারা রোপনের মাধ্যমে ফসল ফলিয়ে বিক্রি করে সংসারে যোগান দেওয়ার কথা ছিল।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ-রেজা-ই মাহমুদ বলেন, রাজাহার ইউনিয়নে দৃর্বৃত্তরা আগাছানাশক ওষুধ ছিটিয়ে ৩জন কৃষকের ধানের চারার বলান বীজতলা নষ্ট করার সংবাদ পেয়েছি। এ সংবাদ পেয়েই উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে একটি টিম করে ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার জন্য নির্দেশনা দিয়েছি।
এলাকাবাসী বলেন, এটা যারা করেছে তাদের বিচার হওয়া উচিৎ। ফসলি জমির সঙ্গে শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এদিকে স্থানীয় গ্রামবাসীরা বলেন, দরিদ্র কৃষকরা যখন, অন্যের জমি লীজ নিয়ে কঠোর পরিশ্রম করে ভালো ফসল ফলিয়ে সংসারে স্বচ্ছলতা আনার চেষ্টা করছেন, তখন কিছু খারাপ প্রকৃতির হিংসুটে মানুষ শত্রুতাবশত দরিদ্র এসব কৃষকের জমির বীজতলা নষ্ট করে ক্ষতিসাধন করেছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button