প্রায় এক বছর ধরে যে পাকিস্তানের সঙ্গে ভারতের ‘যুদ্ধংদেহী’ ভাব সেটি নভেল করোনাভাইরাসের কারণে কিছুটা স্তিমিত হয়েছে। সৌহার্দের আবেশে দীর্ঘদিন পর ইমরান খানদের আকাশপথ ব্যবহার করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে বলেন, ‘গত ২ এপ্রিল আমাদের একটি বিমান মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল। পাকিস্তানের আকাশসীমায় ঢোকার পর সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পাইলটরা। প্রথমে উত্তর না আসায় ফ্রিকোয়েন্সি বদলে ফের যোগাযোগের চেষ্টা করেন তারা।’
পাকিস্তান থেকে এভাবে ভারতীয় পাইলটকে স্বাগত জানানো হয়, ‘আসসালামু আলাইকুম। করাচি কন্ট্রোল রুম থেকে বলছি। ভারতের ত্রাণের ফ্লাইটকে স্বাগত।’
‘আপনারা ফ্রাঙ্কফুর্টের দিকেই যাচ্ছেন বলে নিশ্চিত করছি।’
এরপর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ‘মহামারীর সময় আপনারা ত্রাণের ফ্লাইট পরিচালনা করছেন। আপনাদের জন্য আমরা গর্বিত। শুভকামনা।’
ভারতীয় ক্যাপ্টেন এবার উত্তর দেন, ‘অনেক ধন্যবাদ।’
ওই কর্মকর্তা জানান, করাচির আকাশপথ ব্যবহারের অনুমতি পাওয়ায় তাদের ১৫ মিনিট সময় বেঁচে গিয়েছিল।