
আজ ৮ মে ২০২৩, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভা সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম ভাসানী অনুসারী পরিষদ এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্য এর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রদত্ত ‘ তত্বাবধায়ক সরকার গঠনে বিদেশীদের চাপ নেই’- বক্তব্যের সমালোচনা করা হয় এবং বলা হয় নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার গঠনে ক্ষমতাসীন সরকার কি বিদেশীদের চাপ বা অনাকাংখিত বিদেশী হস্তক্ষেপের অপেক্ষা করবে? এই ধরনের চিন্তা বা বক্তব্য কোনভাবেই দায়িত্বশীলতার পরিচয় নয়।
প্রস্তাবে বলা হয়, ২০১৪ ২০১৮ সালের মত দলীয় সরকারের অধীনে নতুন কোন নির্বাচনী তামাশার চিন্তা সরকার ও সরকারি দলকে মাথা থেকে ঝেড়ে ফেলা দরকার। কারণ বাংলাদেশ ও তার জনগণ আর একটি ব্যর্থ ও অকার্যকর নির্বাচনী প্রহসনের ঝুঁকি নিতে পারবে না।সেজন্য সরকারকে কোন তালবাহানা না করে নির্বাচনকালীল অন্তর্বতী সরকার প্রতিষ্ঠায় রাজনৈতিক উদ্যোগ নেয়া জরুরী। তা নাহলে দেশের মানুষ গণসংগ্রামের মধ্যে দিয়ে ভোটের অধিকার ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করবে।
সভায় আগামী ১২ মে অবৈধ ক্ষমতাসীন সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনসহ ১৪ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ঘোষণা করা হয়।
আগামীকাল বিকাল চারটায় শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আগামীকাল বিকাল চারটায় সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে সম্মিলিত শ্রমিক পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।