sliderস্থানীয়

“আওয়ামী লীগ আমলে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে” মাহমুদ আলী এমপি

চিরিরবন্দর প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী এ এইচ আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, “আওয়ামী লীগ সরকারের আমলে শহরের পাশাপাশি প্রত্যান্ত গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণসহ স্কুল কলেজ, মাদ্রাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।
উন্নত বিশ্বের রোল মডেল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল ও ১৬০ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৭ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় উপজেলার ৭ শত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সমাজ কল্যান পরিষদের আওতায় জটিল রোগে আক্রান্ত ৭ জন রোগীকে ৩৩ হাজার টাকা। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যাযে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০ জন প্রশিক্ষানার্থীদের ৬ লক্ষ টাকা প্রদান করেন।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, চিরিরবন্দর মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, চিরিরবন্দর সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ আশিকুর রহমান, সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১০ পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, কৃষি বিষয়ক সম্পাদক জয় সিং, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সরকার তুহিন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তপন মহান্তসহ প্রচার সম্পাদক আবু হাসনাত ডন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন প্রমুখ।

এর আগে তিনি জাইকা ও এলজিইডির অর্থায়নে বেলান নদী উপ-প্রকল্প এর আওতায় উপজেলার ভূষিরবন্দর এলাকায় নদীর চিরিরবন্দর অংশে পৌনে ২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button