
নিজস্ব প্রতিনিধি (সাভার): আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা করেন এবি পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক। তিনি বলেন শোষন ও দূর্নীতি মুক্ত রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জাতি স্বাধীনতা সংগ্রাম করে ছিল। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীনতার ৫৩ বছর পরেও বাঙালি দুঃশাসনের বেড়াজাল থেকে মুক্তি পায়নি।
এবিএম নাজমুল হক বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে দুঃস্বাশন কায়েম করেছে। আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবি পার্টি। তিনি এই আন্দোলনে দেশ প্রেমিক সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, সদস্যসচিব সেলিম খান, এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক মাসুদ জমাদ্দার রানা, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল,কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীনুর আক্তার শীলা, ফেরদৌসী আক্তার অপি,রুনা হোসাইন, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, উত্তর খান থানার আহ্বায়ক আব্দুর রহিম হাওলাদার, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।