sliderখেলাশিরোনাম

আইসিসি বিশ্বকাপ : ট্রফি ছাড়াও ৪০ লাখ ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা

আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়নরা ৪০ লাখ মার্কিন ডলারের (আনুমানিক ৩৩ কোটি) প্রাইজ মানি এবং জমকালো ট্রফি পাবে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যুতে বিশ্বকাপ ট্রফির জন্য আবারো ফাইনালে মুখোমুখি হয় দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।

রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (আনুমানিক ১৬ দশমিক ৫ কোটি)।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) পাবে ৮ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৬ দশমিক ৫ কোটি)।

নকআউট পর্বে বাদ পড়া বাকি ছয়টি দল প্রত্যেকে পাবে ১ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৮৩ লাখ) পাবে।

এ ছাড়াও, প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচের বিজয়ী ৪০ হাজার মার্কিন ডলার (আনুমানিক ৩৩ লাখ রুপি) পরিমাণ ইনসেনটিভ পাবেন।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থাটি বলেছে, পুরস্কারের অর্থ আসন্ন আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ নজিরও স্থাপন করতে চলেছে।

২০২৩ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সম্মেলনের সময় পুরুষ ও নারীদের উভয় ইভেন্টের জন্য সমান পরিমাণের অর্থ ঘোষণা করে আইসিসি।

আইসিসি এবার ভারত জুড়ে ১০টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ছয় সপ্তাহের ৪৮ ম্যাচের আইসিসি বিশ্বকাপের জন্য ১ কোটি মার্কিন ডলার (আনুমানিক ৮৩ কোটি রুপি) মোট প্রাইজ মানি বরাদ্দ করেছে।

রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে ১০টি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলেছে। যেখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button