
শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়েই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশ আসর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল। যুব বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া শ্রীলংকা ৪৮.৫ ওভারে ২১৪ রান করতে সক্ষম হয়। ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেছিল লংকান যুবারা। কামিন্দু মেন্ডিস ও পেরেইরা গড়ে তুলেন ৬০ রানের জুটি। ১২তম ওভারে মিরাজ পেরেইরাকে (৩৪) ফিরিয়ে দিলে ভেঙ্গে যায় ওপেনিং জুটি। এরপর শুরু হয় স্বাগতিক দলের ঘুরে দাঁড়ানোর প্রচেস্টা। লংকান সংগ্রহ শালায় ১০ রান যুক্ত হবার ফাঁকেই পতন ঘটে আরো দুটি উইকেটের। কামিন্দু মেন্ডিস (২৬) ও আভিস্কা ফার্নান্দোকে (৬) ফিরিয়ে দিয়ে যোগ্য অধিনায়কের প্রমান দেন মিরাজ।
স্বল্প ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া লংকান দলের হয়ে এরপর প্রতিরোধ গড়ার মিশনে নামে ষষ্ঠ উইকেটের জুটি অধিনায়ক চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্কা ডি সিলভা। গড়ে তুলেন ৫৫ রানের পার্টনারশীফ। আসালঙ্কা হালিমের শিকার হয়ে ব্যক্তিগত ৭৬ রান করে বিদায়ে পর ভেঙ্গে যায় লংকান প্রতিরোধ। হাসারাঙ্কা ডি সিলভা ৩০ ও শাম্মু আশান ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি এবং হালিম ও সাইফুদ্দিন ২টি করে উইকেট সংগ্রহ করেন।
জবাবে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ২১৮ রান সংগ্রহের মাধ্যমে ম্যাচ জিতে নেয় যুব টাইগাররা। ইনিংসের তৃতীয় বলেই জাকির (০) বোল্ড হলে শুরুতে কিছুটা দমে যায় বাংলাদেশ। কিন্তু জয়রাজ ও জাকের জুটি ৫৮ রান যোগ করে সেই বিপর্যয় কিছুটা কাটিয়ে তোলেন। এরপর জয়রাজ ২৬ রান করে আউট হন। ১৯ রান করে আহত হয়ে অবসরে যান জাকের আলী। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও ম্যাচ সেরার পুরস্কার পাওয়া অধিনায়ক মিরাজ ৮৮ রানের জুটি গড়ে জয়কে নাগালের মধ্যেই নিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে মাত্র ৮ রানের ব্যবধানে এ দুই ব্যাটসম্যান রানআউট হলে টান টান উত্তেজনার সৃষ্টি হয় ম্যাচে। টানা চতুর্থ হাফ সেঞ্চুরি করা মিরাজ বিদায় নেবার আগে সংগ্রহ করেন ৫৩ রান। শান্ত বিদায় নেন ব্যক্তিগত ৪০ রানে।
শেষ পর্যন্ত শফিউল হায়াতের ২১, মোসাব্বেকের ১১, সাইফুদ্দিনের ১৯ এবং সুস্থ হয়ে মাঠে ফিরে আসা জাকের আলীর অপরাজিত ৩১ রানে ভর করে জয় নিশ্চিত হয় বাংলাদেশ দলের। শ্রীলংকার শাম্মু আশান নেন ২ উইকেট। বাসস