sliderস্থানীয়

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণ শুনানীর পর ওসি ক্লোজড্

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণ শুনানীর একদিন পরই সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে ক্লোজড করা হয়েছে। সোমবার দুপুরে সিংড়া থানা থেকে তাকে নাটোর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। এরআগে আইসিটি প্রতিমন্ত্রী রবিবার সকালে চুরি, ছিনতাই, মাদক ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সিংড়া কোর্ট মাঠে গণ শুনানীর আয়োজন করেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণশুনানীতে অর্ধশত ভুক্তভোগী সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এসময় ভুক্তভোগীদের অভিযোগ শোনার পর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওসি মিজানুর রহমানকে দায়িত্ব পালনে আরো বেশি সতর্ক, সংবেদনশীল হতে বলেন এবং ভৎসনা করেন।

জানা গেছে, সম্প্রতি সিংড়া উপজেলায় চুরি, ছিনতাই, জমি দখল, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হয়। এই সমস্যা সমাধানকল্পে রবিবার সিংড়া কোর্ট মাঠে গণশুনানীর আয়োজন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অন্যান্যের মধ্যে অর্ধশত ভুক্তভোগী নানা অভিযোগ তুলে ধরেন। সেই সাথে তারা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নিকট ওসির কাছ থেকে অসহযোগীতার অভিযোগ করেন। পরে ওসি মিজানুর রহমান ভুক্তভোগীদের সমস্যার সমাধান না করার ব্যাপারে প্রতিমন্ত্রী পলককে আইনের ব্যাখা দেন। পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভুক্তভোগীদেরকে সহযোগীতা না করায় ওসির উপর ক্ষোভ প্রকাশ করেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ওসি মিজানুর রহমানকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টিকে রুটিন ওয়ার্ক হিসেবে দাবি করেছেন। এছাড়া সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button