sliderখেলাশিরোনাম

আইপিএল নিলামে সর্বকালের সর্বোচ্চ দাম স্যাম কারানের, দ্বিতীয় ও তৃতীয় কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান। সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন ব্রিটিশ এই তারকা। শুক্রবার ক্রিস মরিসের অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লাখ টাকার রেকর্ড মূল্যে কারানকে দলে নিয়েছে পঞ্জাব কিংস।
এর আগে ২০২১ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল। সেটাই ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন স্যাম কারান।
শুধু কারান একা নন। ক্রিস মরিসকে ছাপিয়ে গিয়েছেন ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লাখে তাকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ দিকে বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নেয় ১৬.২৫ কোটিতে। ইংল্যান্ডের তারকাও স্পর্শ করে ফেলেন মরিসকে।
ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারান পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তার জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন। তবে ২৪ বছরের তারকা ২০২২ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন। বাঁ-হাতি পেসার এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন।
আর বিশ্বকাপে তার দুরন্ত ছন্দই স্যাম কারানের দর বাড়িয়ে দেয় আইপিএলে। তাকে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস সব দলই। তবে শেষ বাজি মারে পাঞ্জাব। তারা ২ কোটি বেস প্রাইসের কারানকে তুলে নেয় ১৮.৫০ কোটিতে। এর পরেই আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে যায়।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান এর আগে আইপিএলের দু’টি দলে (কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস) খেলেছেন। ২০১৯ সালের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব স্যাম কারানকে ৭.২০ কোটি টাকায় কিনেছিল। ২০২০ সালের আইপিএলের নিলামের আগে পাঞ্জাব তাকে রিলিজ করে দেয়। সেই সময় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস কিনে নেয় স্যাম কারানকে। ২০২১-এ সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম অবদান ছিল কারানের।
দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button