sliderখেলা

আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ‘বেজ প্রাইজ’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৫১ জন খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এই তালিকায় রয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন ব্যাটসম্যান তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং বোলার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বিসিসিআই এই ৩৫১ জন খেলোয়াড়কে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে – মার্কি খেলোয়াড়, ব্যাটসম্যান, বোলার, উইকেটরক্ষক ও অলরাউন্ডার। মার্কি খেলোয়াড় ক্যাটাগরিতে আছেন আটজন খেলোয়াড়। ব্যাটসম্যান তালিকায় রয়েছেন ৬৪ জন, বোলার তালিকায় ১১০ জন, উইকেটরক্ষক আছেন ৩৭ জন এবং অলরাউন্ডার তালিকায় আছেন ১৩২ জন। মার্কি খেলোয়াড়দের তালিকায় নেই কোনো বাংলাদেশি খেলোয়াড়। ব্যাটসম্যান ক্যাটাগরিতে আছেন তামিম ও সৌম্য। বোলার ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ ও তাসকিন। এছাড়া উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মুশফিক।
পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশী টাকায় ৫৮ লক্ষ টাকা। এছাড়াও মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের জন্যও একই ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা। প্রথমে প্রাথমিক তালিকায় ৭০০ জন থাকলেও সেখান থেকে ৩০০ জনের সংক্ষিপ্ত তালিকা করে বিসিসিআই। আর এই সংক্ষিপ্ত তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি)।
এক নজরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের বেজ প্রাইজ:
তামিম ইকবাল: ৫০ লাখ রুপি (৫৮ লক্ষ টাকা)
মুস্তাফিজুর রহমান: ৫০ লাখ রুপি (৫৮ লক্ষ টাকা)
সৌম্য সরকার: ৩০ লাখ রুপি (৩৫ লক্ষ টাকা)
মুশফিকুর রহিম: ৩০ লাখ রুপি (৩৫ লক্ষ টাকা)
তাসকিন আহমেদ: ৩০ লাখ রুপি (৩৫ লক্ষ টাকা)।

Related Articles

Leave a Reply

Back to top button