sliderস্থানীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে কটিয়াদীতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনের দাবিতে ছাত্র-মানববন্ধন কর্মসূচি পালন করেছে জনতা।

বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে ছাত্র-জনতা ও কটিয়াদীবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম রমজান, জাতীয় নাগরিক কমিটির সদস্য মতিউর রহমান, সমাজকর্মী আমিনুল ইসলাম শাহিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন রিপন, ডা. শামিম ভূঞা, স্বেচ্ছাসেবী রায়হানুল ইসলাম রানা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমান, এনায়েত উল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা কাওসার হোসাইন ও খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতী তাফাজ্জল হক রাশিদী।

বক্তারা বলেন, সম্প্রতি কটিয়াদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের উদাসীনতা ও দায়সারা ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button