বাঘাইছড়ি প্রতিনিধি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদ। বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদের আহ্বায়ক কাচাঁলং মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাওছার উদ্দিন নূরীর সভাপতিত্বে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার চৌমুহনী শাপলা চত্বরে দলে দলে মুসুল্লিরা জড়ো হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান, উপজেলা সদর মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবি, পশ্চিম মুসলিম জামে মসজিদের খতিব মাওলানা কবির আহম্মেদ, চৌমুহনী সদর মসজিদের খতিব মাওলানা আজিজ সহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।