sliderস্থানীয়

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‌‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে উগ্রবাদী ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ইসকন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’

বক্তারা আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য পতিত ফ্যাসিস্ট হাসিনার দোসররা বেশ তৎপর। কোনোভাবে যেন আমাদের সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি–শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো: নুরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম, ইসলামি আন্দোলনের সভাপতি মো: আবু বকর, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা সাব্বির মাহমুদ রশিদী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button