sliderখেলাশিরোনাম

অ্যাথলেটের সঙ্গে শুটারের গাঁটছড়া

স্পোর্টস ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২০০ মিটার স্পি্রন্টের রেকর্ডবয় স্বর্ণজয়ী জাতীয় অ্যাথলেট সাইফুল ইসমাইল খান সানি। কনে ক্রীড়াঙ্গনেরই মানুষ। জাতীয় শুটার তৌফিকা সুলতানা রজনী। ১০ মিটার এয়ার রাইফেল এবং ৫০ মিটার ফ্রি রাইফেল ইভেন্টের পরিচিত মুখ। বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। চার বছরের দীর্ঘ প্রণয়ের পর হাতে হাত মেলালেন নতুন দম্পতি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসমাইল সানি। আর সাতক্ষীরার মেয়ে রজনী। বিকেএসপির সাবেক শিক্ষার্থী সানি নৌবাহিনীতে এবং স্ত্রী রজনী সেনাবাহিনীর শুটার। সানি বলেন, ‘সবাই চায় ভালো মনের মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে। রজনীকে পেয়ে আমি সৌভাগ্যবান।’
স্ত্রী রজনী বলেন, ‘স্বামী হিসেবে একজন ভালো মনের মানুষকেই পাইনি, একই সঙ্গে একজন বন্ধু, গাইডও পেয়েছি। সানি আমার স্বপ্নের সেই রাজপুত্র যাকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই মনে মনে খুঁজেছি।’

Related Articles

Leave a Reply

Back to top button