অ্যাওয়ার্ড শোতে ট্রাম্প নিয়ে ব্যাঙ্গাত্মক গান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়া সফরে ব্যস্ত, তখন একটি মিউজিক অ্যাওয়ার্ড শোতে তাকে নিয়ে ব্যাঙ্গাত্মক গান গাওয়া হয়। বুধবার কাউন্টি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (সিএমএ) অনুষ্ঠানে দুই সুপারস্টার ব্রাড পেসলি ও ক্যারি আন্ডারউড গানটি গান। সিএমএ’র ৫১তম আসরটি শুরু হয় এ গানটি পরিবেশনের মধ্য দিয়ে।
মঞ্চে তাদের গেটআপ দেখেই হয়ত অনেকে অনুমান করে ফেলেন, কাকে নিয়ে ব্যঙ্গ করতে যাচ্ছেন এই সঙ্গীতশিল্পীরা। কারণ তাদের চোখে ছিল একলিপস সানগ্লাস। চলতি বছর দেশটিতে সবচেয়ে বড় সূর্যগ্রহণের সময় ট্রাম্পের যে কাণ্ড ঘটিয়েছেন তা স্মরণ করাতেই এই সানগ্লাস পড়েছিলেন তারা।
ওই দিন খালি চোখেই বার বার সূর্যের দিকে তাকাচ্ছিলেন ট্রাম্প। সূর্যগ্রহণ হওয়া সত্ত্বেও কোনো সানগ্লাস না পড়েই সেটি দেখছিলেন তিনি। এই ঘটনা সে দিন মার্কিন মিডিয়ায় ঝড় তুলেছিল। সূর্যগ্রহণের চেয়েও আলোচনায় ছিল ট্রাম্পের এই কাণ্ড।
তো সিএমএ’র অনুষ্ঠানে ফেরা যাক। ব্রাড পেসলি ও ক্যারি আন্ডারউড মঞ্চে গিটার হাতে ঝলমলে পোষাক পড়ে গাইতে থাকেন, ‘মে বি নেক্সট টাইম হি উইল থিঙ্ক বিফোর হি টুইটস…’।
আন্ডারউডসের জনপ্রিয় ‘বিফোর হি চিটস’ গানটি ব্যাঙ্গ করে এভাবে গাওয়া হয়েছে।
গানটি কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে, তা আর কাউকে বলে দিতে হয়নি।
এরপর শুরু হয় একের পর টুইট। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘ওহ! বিফোর হি টুইটস। হুম…চমৎকার হয়েছে।’
তবে সমালোচনায় হয়েছেও গানটির। একজন টুইট করেছেন, ‘এখন সময় এসেছে সবকিছু থেকে রাজনীতি দুরে রাখার।’ ডেইলি মেইল।