sliderশিরোনামস্থানীয়

অস্বাভাবিক জোয়ারের পানিতে আনোয়ারার বার-আউলিয়া প্লাবিত

অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকা ডুবে গেছে।
লোনা পানিতে সয়লাব হয়ে আছে গোটা এলাকা। রাস্তা, বাড়ি, পুকুর সব পানির নিচে রয়েছে।
গত দুই দিন ধরে সাগরে পূর্ণিমার জোয়ারে পানি বাড়ায় খোলা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে এলাকাটি প্লাবিত হয়। এতে ওই এলাকার দেড় শতাধিক পরিবারের অন্তত দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রায়পুরের বার আউলিয়া এলাকার ১৩১০ মিটার অংশে সিসি ব্লকসহ স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করেছিল গত দুই বছর আগে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান ব্রাদার্স ওই এলাকায় কিছু ব্লক ডাম্পিং করলেও বাঁধ নির্মাণ করেনি এখনো। এ কারণে জোয়ারের পানি উঠানামা করছে ওই এলাকায়।
স্থানীয় বাসিন্দা শওকত হোসেন জানান, বার আউলিয়া এলাকার বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে জোয়ারের পানি উঠানামায় বসতভিটাসহ সব ডুবে গেছে। চুলায় রান্না-বান্না করাও সম্ভব হচ্ছে না। খেয়ে না খেয়ে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন দুই দফায় জোয়ারের পানি উঠানামায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম বলেন, বার আউলিয়া এলাকায় জোয়ারের পানি উঠানামায় অন্তত দেড়শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ওখানকার অনেক ঘরবাড়ি, মসজিদ, দোকানপাট পানিতে তলিয়ে যায়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, আনোয়ারা উপকূলের বার আউলিয়া অংশ ছাড়া অন্য কোথাও পানি উঠানামা করছে না। ওই অংশে ঠিকাদার পুরোদমে কাজ চালাচ্ছে। ইতিমধ্যে সিসি ব্লকের কাজ শেষ। আগামী বর্ষার আগেই বেড়িবাঁধের কাজ সম্পন্ন করা হবে। দেশ রূপন্তর

Related Articles

Leave a Reply

Back to top button