sliderরাজনীতিশিরোনাম

অসুস্থ বিএনপি নেত্রী মেহেরুন্নেসা হককে দেখতে হাসপাতালে এবি পার্টির নেতৃবৃন্দ

পতাকা ডেস্ক: অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (সংরক্ষিত আসন-৩এর) কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হককে দেখতে আজ হাসপাতালে যান এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভেকেট তাজুল ইসলাম। দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মাহমুদ এসময় তাঁর সাথে ছিলেন। এবি পার্টির নেতৃবৃন্দ অসুস্থ মিসেস হকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করেন। উল্লেখ্য মেহেরুন্নেসা হক যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী গোলাম রাব্বানী নয়ন বাঙালী’র মা।
কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক গত ১৮ এপ্রিল রাতে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে মিরপুরস্থ আলোক হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। তার আশু রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button